করিডর বা বন্দরের বিষয়ে বর্তমান সরকার নয়, নির্বাচিত জনগণের সরকার সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৭ মে) রাতে এনডিএমের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এ কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ১০ মাসেও অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবের শহীদ ও হতাহতদের চূড়ান্ত তালিকা দিতে পারেনি। তাই সাধারণ মানুষের মধ্যে এই সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি শুরু থেকেই সরকারের কর্মপরিকল্পনার রোডম্যাপ দেওয়ার কথা বললেও সরকার তাতে সাড়া দেয়নি। সরকার বরং জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট দিন, তারিখের ঘোষণার দাবিকে সুকৌশলে সংস্কারের অভিনব বেড়াজালে আটকে দিয়েছে।
এ অবস্থায় পরিস্থিতি অযথা ঘোলাটে না করে দ্রুত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে ড. ইউনূসের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
এস এইচ/
Discussion about this post