টানা বেশ কয়েকদিনের হামলা, পাল্টা হামলা ও উত্তেজনার পর সম্প্রতি যুদ্ধবিরতিতে পৌঁছেছে ভারত ও পাকিস্তান। এরপর উভয় দেশের সামরিক কর্মকর্তারা নিয়মিত একে-অপরের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং যুদ্ধবিরতির মেয়াদও বাড়াচ্ছেন।
কয়েকদিন আগে হওয়া সর্বশেষ আলোচনা অনুযায়ী ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ রোববার (১৮ মে) শেষ হওয়ার কথা। অনেকে ভেবেছিলেন, যুদ্ধবিরতি হয়তো আজই শেষ হবে। তবে ভারতীয় সেনাবাহিনী বলছে, পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি চলবে।
একইসঙ্গে এই যুদ্ধবিরতিকে মেয়াদহীন তথা কোনও মেয়াদ নেই বলেও জানিয়েছে তারা। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
সংবাদমাধ্যমটি বলছে, ভারত ও পাকিস্তানের মধ্যে গত ১২ মে যে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা এখনই শেষ হচ্ছে না—এমন তথ্যই জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর এক উচ্চপদস্থ সেনা কর্মকর্তা।
রোববার তিনি বলেন, “যারা ভাবছেন এই বিরতি শুধু সাময়িক, তাদের জন্য স্পষ্ট করে দিচ্ছি—ডিজিএমওদের (দুই দেশের সামরিক পরিচালনপ্রধান) আলোচনায় যে যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়েছে, তার কোনও নির্দিষ্ট মেয়াদ নেই।”
তিনি আরও জানান, রোববার দুই দেশের সামরিক বাহিনীর ডিজিএমওদের মধ্যে কোনও আলোচনা হওয়ার বিষয়টি নির্ধারিত নেই।
উল্লেখ্য, কয়েক সপ্তাহের সামরিক উত্তেজনার পর ১২ মে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়। এরপর থেকেই সীমান্তে গোলাগুলি বন্ধ রয়েছে এবং উভয় পক্ষই উত্তেজনা প্রশমনে কূটনৈতিক ও সামরিক পর্যায়ে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।
এস এইচ/
Discussion about this post