অপেক্ষার অবসান! আগামী এক-দুই দিনের মধ্যেই বাজারে আসছে নতুন ডিজাইনের টাকা। প্রথম ধাপে বাজারে ছাড়া হচ্ছে এক হাজার কোটি টাকার নতুন নোট। শুরু হবে ২০ ও ৫০ টাকার নোট দিয়ে, পরে ধাপে ধাপে আসবে এক হাজারসহ অন্যান্য মূল্যমানের নোট।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন এসব নোটে থাকবে বাড়তি নিরাপত্তা বৈশিষ্ট্য। ডিজাইনে উঠে আসবে বাংলাদেশের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য, এবং ‘জুলাই আন্দোলনের’ গ্রাফিতি।
নোটে থাকছে আহসান মঞ্জিল, ষাট গম্বুজ মসজিদ, সুন্দরবনের বাঘ ও হরিণ, ‘জুলাই আন্দোলনের’ প্রতিকৃতি।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, এ মাসেই বাজারে কয়েকটি নতুন নোট ছাড়া হবে। সব নোট একসঙ্গে ছাপা সম্ভব নয়, তবে প্রিন্টের কাজ চলছে পুরোদমে।
গত সরকার পরিবর্তনের পর বঙ্গবন্ধুর ছবি সংবলিত নোট ছাড়ার সিদ্ধান্ত স্থগিত করা হয়। ছাপা টাকার বিনিময় কার্যক্রমও বন্ধ থাকায় বাজারে দেখা দেয় খুচরা টাকার সংকট, বাড়ে ছেঁড়া-ফাটা নোটের সংখ্যা। এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে।
প্রথম ধাপে: ২০ ও ৫০ টাকার নোট
এক সপ্তাহের মধ্যে: ১,০০০ টাকার নোট
পর্যায়ক্রমে: ২ থেকে ৫০০ টাকার সব নোট
বর্তমানে বাজারে দুটি সরকারি ও সাতটি ব্যাংকের মোট ৯ ধরনের নোট প্রচলিত আছে। এবার প্রতিটি নোটেই বড় ধরনের ডিজাইন পরিবর্তন আনা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের এক পরিচালক বলেন, ‘এই পরিবর্তন শুধু নিরাপত্তার জন্য নয়, দেশের ইতিহাসকে নোটের মাধ্যমে তুলে ধরারও একটি প্রয়াস।’
এস এইচ/
Discussion about this post