জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সঙ্গে এনসিপির কোনো প্রকার সম্পর্ক নেই। তিনি জানান, তারা যদি রাজনীতিতে সক্রিয় হতে চান বা নির্বাচন করতে চান, তবে তা সরকারের বাইরে গিয়েই করতে হবে।
শনিবার (২৪ মে) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এ কথা বলেন।
নাহিদ বলেন, তারা গণঅভ্যুত্থানের সময় প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারে যোগ দিয়েছিলেন। আমিও সে সময় তাদের সঙ্গে ছিলাম। তবে বর্তমানে তারা যদি রাজনীতিতে সক্রিয় হতে চান, তাহলে সেটা সরকারের ভেতরে থেকে সম্ভব নয়।
তিনি আরও অভিযোগ করেন, তাদের এনসিপির সঙ্গে যুক্ত করে একটি পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে, যা তাদের হেয় প্রতিপন্ন করার চেষ্টা। এটি অত্যন্ত উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
নাহিদ ইসলাম বলেন, সরকার থেকে তারা বের হবেন কি না, সেটি সম্পূর্ণ তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে এনসিপি চায়, গণঅভ্যুত্থানের বৈধতা ও জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাই একসঙ্গে কাজ করুক।
এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, বাংলাদেশের রাজনীতিতে এক-এগারোর পূর্বাভাস লক্ষ করছি। জনগণ যেসব আকাঙ্ক্ষা নিয়ে অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন, তা বাস্তবায়নের পথে নেই।
আখতার হোসেন আরও বলেন, নির্বাচন, সংস্কার ও বিচারসহ সব বিষয়ে এখন ধোঁয়াশা বিরাজ করছে। করিডোর ইস্যুতে সরকারের কাছ থেকে আমরা ভিন্ন ভিন্ন বক্তব্য পেয়েছি। পরে সরকার বলেছে এটি কেবল ত্রাণসংশ্লিষ্ট বিষয়। আমরা বলছি, এ ধরনের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আগে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা উচিত।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
এস এইচ/
Discussion about this post