বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে একটি ‘হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপ করার কথা জানিয়েছে হুতি গোষ্ঠী। রোববার (২৫ মে) সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, হুতিদের সামরিক মুখপাত্র এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
টেলিভিশনে সম্প্রচারিত এক সংক্ষিপ্ত ঘোষণায় ইয়াহিয়া সারি বলেছেন, অভিযানটি ‘সফল’ হয়েছে, কারণ এর ফলে বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয়েছিল। এছাড়াও হামলার কারণে লাখ লাখ ইসরাইলি আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয় বলেও দাবি করেন তিনি।
এর আগে আল জাজিরা জানিয়েছিল, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর ইসরাইলজুড়ে সাইরেন বেজে ওঠে। তবে কোনো হতাহতের ঘটনা ছাড়াই তা প্রতিহত করা হয়েছে বলে দাবি ইসরাইলি সেনাবাহিনীর।
এম এইচ/
Discussion about this post