চট্টগ্রামের পটিয়ায় কেন্দ্রে পরীক্ষা চলাকালে মোহাম্মদ সাগর (১৯) নামের এক পরীক্ষার্থী বিষাক্ত সাপের কামড়ে আহত হয়েছেন। পরীক্ষা শুরুর ১৫ মিনিট পর এ ঘটনা ঘটে। এ কারণে হল ছেড়ে হাসপাতালে নেওয়া হয় তাকে। সোমবার সকালে খলীল মীর ডিগ্রি কলেজের পরীক্ষা কেন্দ্রের হলে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (৮ জুলাই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফরহানুর রহমান।
আহত পরীক্ষার্থী হুলাইন সালেহ নূর ডিগ্রি কলেজে অধ্যয়নরত এইচএসসি পরীক্ষার্থী।
জানা যায়, সাগর উপজেলার কোলাগাঁও ইউনিয়নের নলান্দা গ্রামের ফরিদুল আলমের ছেলে। ঘটনার পরপরই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে কেন্দ্রে ফেরে; কিন্তু তাকে মানবিক বিবেচনায় পরীক্ষা দেওয়ার জন্য অতিরিক্ত সময় দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। পরীক্ষা শেষে ওই পরীক্ষার্থীকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পটিয়া উপজেলা মেডিকেল অফিসার ডা. নওশাত বলেন, পরীক্ষা কেন্দ্র থেকে নিয়ে আসা শিক্ষার্থী এখনও পটিয়া হাসপাতালে ভর্তি আছে। তাকে অবজারভেশনে রাখা হয়েছে।
পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফরহানুর রহমান বলেন, কেন্দ্র সাপে কাটা শিক্ষার্থীকে ইচ্ছা করলে মানবিক কারণে হলের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুযোগ দিতে পারতেন। তিনি নিজ উদ্যোগে শিক্ষা বোর্ডের সঙ্গে কথা বলে কিছু করা যায় কিনা দেখবেন।
এস এইচ/
Discussion about this post