যুদ্ধবিধ্বস্ত উত্তর গাজায় রাস্তায় পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ৫ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। আহত আরও ১৪ সেনা।
ইসরায়েলের সামরিক বাহিনীর বরাত দিয়ে মঙ্গলবার (৮ জুলাই) টাইমস অব ইসরাইল এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
এতে বলা হয়, সোমবার রাত ১০টার কিছু পর গাজার বেইত হানুনে স্থল অভিযানের সময় সৈন্যরা রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় পুঁতে রাখা বোমার আঘাতে এই হতাহতের ঘটনা ঘটে। হতাহতদের উদ্ধারের চেষ্টা সময় অনেকে গুলিবিদ্ধ হন। আহত ১৪ জনের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
নিহত দুই সেনার নাম প্রকাশ করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। তারা হলেন সার্জেন্ট মেইর শিমন আমার (২০) ও সার্জেন্ট মোশে নিশিম ফ্রেচ (২০)। নিহত বাকি সেনাদের নাম পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছে আইডিএফ।
উল্লেখ্য, নেটজাহ ইহুদা ব্যাটালিয়ন বেইত হানুনে ৬৪৬তম রিজার্ভ প্যারাট্রুপার্স ব্রিগেডের সাথে একটি অভিযানের অংশ হিসেবে গাজা ডিভিশনের উত্তর ব্রিগেডের অধীনে কাজ করছিল।
এস এইচ/
Discussion about this post