দুবাইয়ে স্বর্ণ ক্রেতাদের জন্য সুখবর। ১০ দিন পর অবশেষে স্বর্ণের দাম কিছুটা কমে এসেছে, যা অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলাতে সাহায্য করছে। বুধবার (৯ জুলাই) সকালে দুবাইয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রামে কমেছে ৩.২৫ দিরহাম, বর্তমানে যা দাঁড়িয়েছে ৩৬৬.৭৫ দিরহামে।
এই দাম সর্বশেষ দেখা গিয়েছিল গত ৩০ জুন। গত ১০ দিনের মধ্যে দাম ৩৭০ দিরহামের ওপরে ছিল, যা স্বর্ণালঙ্কার কেনার ক্ষেত্রে সাধারণ ভোক্তাদের চাহিদায় বড় ধরনের প্রভাব ফেলেছিল।
বর্তমান মূল্য মাত্র ১.২৫ দিরহাম বেশি ৩০ দিনের সর্বনিম্ন ৩৬৫.৫০ দিরহামের তুলনায়। সেই সময়টাতেই দেখা গিয়েছিল চাহিদায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি।
একজন স্থানীয় স্বর্ণ বিক্রেতা বলেন, “ক্রেতারা শুধু চান যে স্বর্ণের দাম যেন ৩৬০ দিরহামের কাছাকাছি বা একটু বেশি হয়ে স্থিতিশীল থাকে। তাহলেই তারা আবার আগ্রহ নিয়ে বাজারে ফিরবেন।”
তিনি আরও বলেন, “৩৭০ দিরহামের ওপরে দাম গেলে তা মানসিকভাবে ক্রেতাদের জন্য বড় বাধা হয়ে দাঁড়ায়। যদিও আমরা মূল্য লক-ইন সুবিধা, মেকিং চার্জে ছাড়, কিংবা হীরা অলঙ্কারে বড় ডিসকাউন্ট দিই।”
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ওঠানামা এবং ডলারের বিনিময় হারের ওপর নির্ভর করে আগামীতে দাম আরও কমতে পারে। তবে তা ৩৬০ দিরহামে নামবে কিনা, তা নির্ভর করছে বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা ও কেন্দ্রীয় ব্যাংকগুলোর নীতিমালার ওপর।
সূত্রঃ গালফ নিউজ
এস এইচ/
Discussion about this post