আসন্ন জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করেছে বৈশ্বিক সিভিল সোসাইটি-ভিত্তিক সংগঠন ‘অপজিশন ইন্টারন্যাশনাল’। বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংগঠনটি নতুন বাংলাদেশ গঠনে প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে।
অপজিশন ইন্টারন্যাশনালের প্রতিনিধি দলের সদস্য বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম সাংবাদিকদের জানান, সংগঠনটি প্রবাসীদের ভোটাধিকার নিয়ে প্রধান উপদেষ্টার দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে।
তিনি বলেন, আমাদের লক্ষ্য এখন ‘মেগাফোন’ তৈরি করা। অর্থাৎ, প্রবাসী ভোটারদের কাছে সঠিক বার্তাগুলো পৌঁছে দেয়া যাতে তারা নির্বাচনের সঙ্গে সংযুক্ত হতে পারেন।
তিনি আরও জানান, প্রবাসীদের ভোটাধিকারে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি অনলাইন পোর্টাল চালু করা হচ্ছে। তবে এই পোর্টাল ব্যবহারে যেসব প্রযুক্তিগত বা প্রক্রিয়াগত জটিলতা রয়েছে, সেগুলোর সমাধানে এবং প্রবাসী ভোটারদের সচেতনতা বাড়াতে অপজিশন ইন্টারন্যাশনাল কাজ করে যাবে।
এম এইচ/
Discussion about this post