ওমানে বাংলাদেশি এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) ভোরে ওমানের মাস্কট শহরে এ ঘটনা ঘটে।
নিহতের নাম সফি উল্যাহ শাকিল। তার বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জে। শাকিল (২৪) উপজেলার বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের করালিয়া এলাকার শহীদ উল্যার ছেলে।
নিহতের ভগ্নিপতি মো.আবু ছায়েদ জানান, জীবিকার তাগিদে ১১ মাস আগে ওমানের মাস্কাট শহরে পাড়ি জমান শাকিল। সেখানে সে ইলেকট্রিক পাইপ ফিটিঙের কাজ করত। এরমধ্যে দেশে তার পরিবার অনেক টাকা দেনা পড়ে যায়। এ নিয়ে গত কিছু দিন যাবত এ বিষয়ে তার মধ্যে হতাশা কাজ করত। কিন্ত আমাদেরকে সে বিষয়টি বুঝতে দেয়নি। শনিবার ভোরের দিকে তার থাকার ঘরের পাশে একটি নির্মাণাধীন ভবন থেকে তার গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার হয়। একইদিন সকালে কোম্পানির ফোরম্যান বিষয়টি দেশে মুঠোফোনে তার পরিবারকে অবহিত করে।
তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার তার মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন।
এফএস/
Discussion about this post