সিরিয়ার রাজধানী দামেস্কের কূটনৈতিক এলাকায় একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে সিরিয়ায় নিযুক্ত ইরানের ইসলামিক রেব্যুলেশনারি গার্ড কর্পসের ইন্টেলিজেন্স প্রধান নিহত হয়েছেন। তাছাড়া হামলায় তার দুই সহকারী ও অন্য দুই গার্ডও নিহত হয়েছেন। শনিবার (২০ জানুয়ারি) ইরানের গণমাধ্যমের বরাত দিয়ে সংবাদমাধ্যম এএফপি এ তথ্য জানিয়েছে।
বলা হয়েছে, সিরিয়ার রাজধানীর পশ্চিমাঞ্চলের মাজেহ এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে। ওই এলাকায় লেবানন ও ইরানসহ বেশ কিছু দেশের কূটনৈতিক মিশন রয়েছে।
একটি সূত্রে বরাত দিয়ে বলা হয়, এই হামলার মূল লক্ষ্য ছিল ইসলামিক রেব্যুলেশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ইন্টেলিজেন্স ইউনিট। হামলার সময় আইআরজিসির এক কর্মকর্তা ও তার সহকারী ওই ভবনে ছিলেন।
সূত্রটি জানিয়েছে, ইরাকে মোসাদের কার্যালয়ের ওপর হামলার প্রতিশোধ নিতে ইসরায়েল এই হামলা চালাতে পারে।
এর আগে ১৬ জানুয়ারি ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, ইরাকের কুর্দিস্তানের রাজধানী ইরবিলে হামলা চালিয়ে ‘একটি গুপ্তচর সদরদপ্তর’ এবং ‘ইরানবিরোধী সন্ত্রাসী গোষ্ঠীর ঘাঁটি’ ধ্বংস করেছে আইআরজিসি।
হামাসের সশস্ত্র বাহিনীকে সহযোগিতা করার দায়ে ইসরায়েলি সামরিক বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে ইরানের এলিট বাহিনী আইআরজিসির ইন্টেলিজেন্স ফোর্সের কর্মকর্তারা। সিরিয়ায় তাদের অবস্থান শনাক্ত করে একের পর এক হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী।
গত ২৫ ডিসেম্বর ইসরায়েলি বিমান হামলায় গাজায় অবস্থানরত আইআরজিসি উপদেষ্টা জেনারেল সাইয়েদ রাজি মুসাভি নিহত হন।
ইসরায়েল এসব ঘটনার দায় স্বীকার করে না বললেই চলে। তবে শুরু থেকেই তারা বলে আসছে, সিরিয়ায় সামরিক সমর্থন দেয়ায় ইরান ও লেবাননের হিজবুল্লাহর মতো মিত্র গোষ্ঠীগুলোর ঘাঁটি তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
এ মাসের শুরুর দিকে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ কমান্ডার সালেহ আল-আরোরি নিহত হন।
এ জেড কে/
Discussion about this post