স্বজনদের খুশি করতে হেলকপ্টার যোগে দেশে ফিরলেন কুমিল্লার তিতাস উপজেলারদুই প্রবাসী ভাই। সোমবার (২৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ফ্রান্স থেকে বিমানে করে হযরত শাহজালাল বিমানবন্দরে নামেন বিল্লাল হোসেন ও ফারুক আহমেদ। দুপুর দেড়টার দিকে হেলিকপ্টারে চড়ে উপজেলার দ্বিতীয় সাতানী গ্রামের মাঠে নামেন তারা।
এ সময় প্রবাসী দুই ভাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পরিবারের সদস্য ও গ্রামবাসী। বিল্লাল হোসেন ও ফারুক আহমেদ ওই গ্রামের মো. জায়েদ মোল্লার ছেলে। স্থানীয়রা জানান, প্রায় ১৩ বছর আগে বিল্লাল ও ফারুক পরিবারে সচ্ছলতা ফেরাতে ফ্রান্সে পাড়ি জমান। সেখানে গিয়ে উপার্জন করে পরিবারের পাশাপাশি এলাকার মসজিদ, মাদ্রাসা ও অসহায় পরিবারকে সহযোগিতা করেন।
এর আগেও কয়েকবার বাড়িতে আসেন তারা। কিন্তু পরিবারের ইচ্ছা ও নিজেরদের শখ ছিল একদিন হেলিকপ্টারে চড়ে গ্রামে ফিরবেন। সেই শখ পূরণে এবার তারা এলেন হেলিকপ্টার চড়ে। এ সময় তাদের দেখতে হাজার হাজার মানুষ ভিড় করেন।
দুই ভাইকে দেখতে আসা মো. দেলোয়ার হোসেন মোল্লা বলেন, তারা খুব ভালো মানুষ। গ্রামের কারও বিপদ আপদে তাদের শরণাপন্ন হলে সাধ্যমতো সহযোগিতা করতে চেষ্টা করেন।
প্রবাসী বিল্লাল হোসেন বলেন, “আমরা দীর্ঘদিন ফ্রান্সে আছি। পরিবারের ইচ্ছা পূরণে এবার হেলিকপ্টার চড়ে বাড়ি এসেছি। বলতে পারেন পরিবার ও নিজেদের শখ পূরণের জন্যই এভাবে বাড়িতে আসা। সবার কাছে দোয়া চাই।”
এ এস/
Discussion about this post