গত বছর ফ্রান্সে সর্বমোট ১ লাখ ৪২ হাজার আশ্রয় আবেদন জমা পড়েছে। এর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ আশ্রয় আবেদন করেছেন বাংলাদেশিরা। আর টানা ছয়বারের মতো শীর্ষে রয়েছে আফগান আশ্রয়প্রার্থীরা। গত সপ্তাহে ২০২৩ সালের প্রাথমিক আশ্রয় পরিসংখ্যান প্রকাশ করেছে ফ্রান্সের শরণার্থী ও রাষ্ট্রহীন ব্যক্তিদের সুরক্ষার জন্য নির্ধারিত ফরাসি দপ্তর অফপ্রা। সেখানেই উঠে এসেছে এসব তথ্য।
অফপ্রা জানিয়েছে, ২০২২ সালের তুলনায় গত বছর ফ্রান্সে আশ্রয় আবেদন বেড়েছে ৮ দশমিক ৬ শতাংশ। ২০২৩ সালে নথিভুক্ত হওয়া মোট আবেদনের মধ্যে ১ লাখ ৩৬ হাজার ৭০০টিরও বেশি আবেদনের সিদ্ধান্ত জানানো হয়েছে।
এর যার মধ্যে ইতিবাচক সিদ্ধান্ত পেয়েছে প্রায় ৩৩ শতাংশ আবেদন। ২০২২ সালের তুলনায় এই হার অন্তত চার শতাংশ বেশি।
শীর্ষে আফগানরা, দ্বিতীয় বাংলাদেশিরা
ফরাসি আশ্রয় বিষয়ক দপ্তরের পরিসংখ্যান বলছে, ২০২৩ সালেও আশ্রয় আবেদনে শীর্ষে রয়েছেন আফগানরা। ১৭ হাজার ৫০০টিরও বেশি আবেদন জমা দিয়েছেন তারা। এ নিয়ে টানা ষষ্ঠ বছর ফ্রান্সে সর্বোচ্চ আশ্রয় আবেদনকারীর দেশ হিসেবে নাম লেখালো আফগানিস্তান।
আর, ২০২২ সালের মতো এবারও দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছেন বাংলাদেশিরা। ২০২৩ সালে মোট ৮ হাজার ৬০০ জন বাংলাদেশি ফ্রান্সে আশ্রয় আবেদন করেছেন।
৮ হাজার ৫০০ আবেদন নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন তুরস্ক থেকে যাওয়া আশ্রয়প্রার্থীরা। আট হাজার আবেদন নিয়ে তালিকার চতুর্থ দেশ কঙ্গো। সাত হাজার আবেদন নিয়ে আফ্রিকার আরেক দেশ গিনির নাগরিকরা রয়েছেন পাঁচ নম্বরে।
সূত্র: ইনফো মাইগ্রেন্ট
এ জেড কে/
Discussion about this post