টঙ্গীর তুরাগ তীরে শুক্রবার (২ ফেব্রুয়ারি) ভোরে শুরু হতে যাচ্ছে ৫৭তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। এরইমধ্যে ইজতেমা ময়দানের প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তায় চার স্তরের নিরাপত্তা বলয় ছাড়াও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
ইজতেমা ময়দানে ১৬০ একর জমিতে শামিয়ানা টাঙানো প্রায় সম্পন্ন।
বুধবার (৩১ জানুয়ারি) সকাল থেকেই দেশের বিভিন্ন এলাকার মুসল্লিরা আসতে শুরু করেছেন। মাঠে জেলাওয়ারি বিভক্ত খিত্তায় উঠেছেন তারা। মুসল্লিদের সুবিধার্থে পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন, টয়লেট ব্যবস্থা করা হয়েছে।
মুসল্লিদের নিরাপত্তায় মাঠের ভেতরে ও বাইরে ৬ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কাজ করবে। এ ছাড়া দুই শতাধিক সিসিটিভি, ১৪টি ওয়াচ টাওয়ারের মাধ্যমে পুরো মাঠ পর্যবেক্ষণ করা হবে। পুলিশের পাশাপাশি, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ময়দানে তাদের অবস্থান জোরদার করতে শুরু করেছে।
রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে প্রথম পর্বের ইজতেমা।
এফএস/
Discussion about this post