ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মিসরে একসঙ্গে ৩২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ৬৩ জন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, একটি বাস এবং কয়েকটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত হওয়ার ব্যাপারে সংবাদমাধ্যম আল-আহরাম বলেছে, ওয়াদি আল-নাতরুনের কায়রো-আলেক্সান্ডিয়া মরুভূমির মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় ৩২ জনের মধ্যে ১৮ জনই আগুনে পুড়ে মারা গেছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৬৩ জন। মিসরের সরকারি তথ্য অনুযায়ী, ২০২১ সালে দেশটিতে ৭ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।
Discussion about this post