সিলেটের শাহপরাণ থানাধীন বালুচর এলাকায় এক লন্ডন প্রবাসীর বাসায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এতে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়েছে ডাকাতদল।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) ভোররাতে নগরীর ৩৬নং ওয়ার্ডের উত্তর বালুচরের লন্ডন প্রবাসী আইয়ুবুর রহমানের (৬০) আল-ইসলাহ-৯৪ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। জানা গেছে, আইয়ুবুর রহমান দুইমাস আগে স্ত্রীসহ দেশে এসেছিলেন। শুক্রবার তিনি লন্ডন ফিরে যাওয়ার জন্য রাতভর প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় ভোররাত আনুমানিক ৪টার দিকে ৮-১০ জন ডাকাত বাসার পেছনের গ্রিল কেটে রান্নাঘর দিয়ে ভেতরে ঢুকে প্রবাসী স্বামী-স্ত্রীসহ তিন জনকে বেঁধে একটি কক্ষে আটকে রেখে মারপিট করে। সেইসঙ্গে বাসা থেকে প্রায় ৪০ ভরি স্বর্ণ, পাউন্ড, নগদ টাকা, মূল্যবান জিনিসপত্রসহ অন্তত ৫০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ধারণা করা হচ্ছে সবমিলিয়ে প্রায় ৬০-৭০ লাখ টাকার মালামাল লুট হয়েছে।
এদিকে, ডাকাতির খবর পেয়ে শুক্রবার দুপুরে শাহপরাণ থানা পুলিশসহ মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
আইয়ুবুর রহমানের এক আত্মীয় জানান, পুরো বাসায় সিসিটিভি ক্যামেরা লাগানো। সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করা হতো লন্ডন থেকে। ঘরে ঢুকে ডাকাতরা সেগুলো বন্ধ করে দেয়। ডাকাতদের মারধরে আইয়ুবুর রহমান ও আম্বিয়া বেগম গুরুতর আহত হন। তাদের আহত অবস্থায় শুক্রবার ভোরে লন্ডনে পাঠানো হয়েছে।
মহানগর পুলিশের শাহপরাণ থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী বলেন, প্রবাসীর বাসায় ডাকাতির খবর শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। সেইসঙ্গে ডাকাতির আলামত সংগ্রহ করা হয়েছে। পুরো বিষয়টি নিয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে।
এস আর/
Discussion about this post