বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, জাপা নিয়ে জনগণ এখন আস্থার জায়গাতে নেই। শনিবার (৩ ফেব্রুয়ারি) বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কাদের বলেন, বাথরুম ব্যবহার করার কথা বলে কার্যালয় দখলের নাটক করেছে রওশনপন্থীরা এরশাদের ছবিতে ফুল দেয়া যায় এতে আপত্তি নেই। তবে দখলের নামে যা প্রচার করা হচ্ছে তা মানার মত নয়।
তিনি বলেন, দেশের অবস্থা দেখে মনে হচ্ছে দেশ এখন মধ্যযুগে চলে গেছে। মধ্যযুগের মত পেশি শক্তির আচরণ করছে সরকার দলীয় লোকেরা। অনেকে বলছে আমাদের দল ভাগ হয়ে যাবে। দল ভাগ হওয়ার সম্ভাবনা আমি এই মুহূর্তে দেখছি না। এরশাদ সাহেবের নাম ও আদর্শ দিয়ে আরও দশটি দল যে কেউ গঠন করতে পারে। কিন্তু আমাদের দল ভেঙে আরেকটি দল গঠন করার পরিবেশ পরিস্থিতি এই মুহূর্তে দেখছি না।
জাপা চেয়ারম্যান বলেন, জাপা ফাইট করে সংসদে গেছে, আওয়ামী লীগের দয়ায় নয়। দলকে নির্ভরশীলতা থেকে বের হয়ে আসতে হবে। জনগণ আওয়ামী লীগ আর বিএনপির বাইরে একটি দল চায়। মানুষ পরিবর্তন চায়, জাতীয় পার্টি আপোষকামিতা বাদ দিয়ে বেরিয়ে এসে জনগণের আস্থার জায়গা দখল করতে চায়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক তৈয়বুর রহমান, সদস্য সচিব সুলতান আহমেদ সেলিম প্রমুখ।
এ এস/
Discussion about this post