ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির কাছ থেকে দ্বিপাক্ষিক সম্পর্কসহ সব ক্ষেত্রে সমর্থন এবং তা আরও এগিয়ে নিয়ে যাওয়ার উপায় সম্পর্কে একটি লিখিত বার্তা পেয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ। বুধবার (২ জুলাই) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
এতে বলা হয়, মঙ্গলবার (১ জুলাই) রিয়াদে মন্ত্রণালয়ের সদর দফতরে সৌদি আরবে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলিরেজা এনায়াতির সঙ্গে সাক্ষাতের সময় প্রিন্স ফয়সালের পক্ষ থেকে এই বার্তাটি গ্রহণ করেন উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেজি।
এসময় কর্মকর্তারা দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
সূত্র: মেহের নিউজ এজেন্সি
এম এইচ/
Discussion about this post