কর্মসংস্থান উপযোগী শিক্ষা ব্যবস্থা গড়তে বাংলাদেশের সাথে কাজ করার অঙ্গীকার করেছে শেখ হাসিনা সরকার ও বিশ্বব্যাংক। বুধবার (৬ মার্চ) সচিবালয়ে নিজ দফতরে শিক্ষামন্ত্রী ও ঢাকায় নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর অ্যাবদুলেই সেকের বৈঠকে এমন সিদ্ধান্ত এসেছে।
বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় ইতোমধ্যে তিনটি প্রকল্প বাস্তবায়ন করছে শিক্ষা মন্ত্রণালয়। প্রকল্প তিনটি হলো, হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট), লার্নিং অ্যাক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) এবং অ্যাক্সিলারেশন অ্যান্ড স্ট্রেন্দেনিং স্কিলস ফর ইকোনোমিক ট্রান্সফরমেশন (এসেট) প্রকল্প।
মহিবুল হাসান ও অ্যাবদুলেই সেকের বৈঠকে এসব প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কর্মসংস্থান উপযোগী শিক্ষাব্যবস্থা প্রস্তুত করা হবে বলেও জানানো হয়েছে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিশ্বব্যাংক বাংলাদেশ অফিসের অপারেশনস্ ম্যানেজার মিস গেইলি মার্টিন, লিড ইকোনোমিস্ট অ্যান্ড প্রোগ্রাম লিডার সৈয়দ আমির আহমেদ, সিনিয়র এক্সটার্নাল আ্যাফেয়ার্স অফিসার মেহরিন এ মাহবুব, সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট টি. এম. আসাদুজ্জামান প্রমুখ।
এ এস/
Discussion about this post