মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘আল্লাহর শত্রু’ বলে ফতোয়া দিয়েছেন বিশ্বের ১০০ জন মুসলিম পণ্ডিত ও বুদ্ধিজীবী। পাশাপাশি ইরানের ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছেন তারা।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদন মতে, সম্প্রতি খামেনিকে হত্যার প্রসঙ্গে ট্রাম্প ও নেতানিয়াহু যে অপমানমূলক কথা বলেছেন, তার প্রেক্ষিতে মুসলিম পণ্ডিত ও বুদ্ধিজীবীদের পক্ষ থেকে যৌথ বিবৃতি এলো। শুধু শিয়া পণ্ডিত ও বুদ্ধিজীবীই নয়, বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে সুন্নি পণ্ডিতও রয়েছেন।
যেসব দেশের পণ্ডিত ও বুদ্ধিজীবী বিবৃতিতে স্বাক্ষর করেছেন, সেগুলো হলো ইরাক, তুরস্ক, ফিলিস্তিন, পাকিস্তান, লিবিয়া, ভারত, অস্ট্রেলিয়া, কেনিয়া, ওমান, রাশিয়া, সিরিয়া, আলজেরিয়া, লেবানন, বাংলাদেশ, আফগানিস্তান, তিউনিশিয়া, বাহরাইন, যুক্তরাষ্ট্র, সুদান, কাতার, থাইল্যান্ড, ইয়েমেন, মৌরিতানিয়া, মিশর, ইন্দোনেশিয়া, সেনেগাল ও জর্ডান।
ফতোয়ায় পবিত্র কোরআনের আয়াত উল্লেখ করে আলেমরা ট্রাম্প, নেতানিয়াহু ও ইসরাইলি সরকারের অন্যান্য নেতাদের ‘আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধরত শত্রু’ এবং ‘দুনিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টিকারী’ হিসাবে ঘোষণা করেছেন। কারণ তারা দুর্নীতি, রক্তপাত, ইসলামি ভূমি দখল, নির্যাতিত ফিলিস্তিনিদের গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের কাজ করেছেন।
ফতোয়ায় ফিলিস্তিন সংকট তুলে ধরে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণকে নিষিদ্ধ করা হয়েছে। বলা হয়েছে, ‘ইসলামি আইনের (শরিয়া) প্রতিষ্ঠিত নীতি অনুসারে, অবৈধ জায়নবাদী দখলদার শাসন ব্যবস্থা এবং যুক্তরাষ্ট্রের নিপীড়নমূলক নীতির সাথে যেকোনো ধরণের আপস, সম্পর্ক স্বাভাবিকীকরণ, অথবা সহযোগিতা ধর্মীয়ভাবে নিষিদ্ধ। এটা হবে ফিলিস্তিনি জনগণ এবং এই অঞ্চলের নিপীড়িত জাতির অধিকারের স্পষ্ট লঙ্ঘন।’
ফতোয়ায় আলেমরা ইসলামিক বিশ্বের সমস্ত মুসলিম এবং বুদ্ধিজীবীদের একত্রিত হওয়ার, তাদের নিজেদের অবস্থানকে শক্তিশালী করার এবং যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং তাদের মিত্রদের ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি ঐক্যবদ্ধ ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়েছেন। বিবৃতি মতে, ‘আজ ইসলামি উম্মাহর আগের যেকোনো সময়ের চেয়েও বেশি ঐক্যের প্রয়োজন, সেই সাথে বুদ্ধিবৃত্তিক, ধর্মীয় ও রাজনৈতিক সংহতি দরকার।’
এর আগে গত ৩০ জুন ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে এক ফতোয়া জারি করেন ইরানের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ নাসের মাকারেম শিরাজি। ফতোয়ায় তিনি ট্রাম্প ও নেতানিয়াহুকে ‘আল্লাহর শত্রু’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, যে ব্যক্তি বা শাসক ইসলামের নেতা বা শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্বকে হুমকি দেয়, সে ‘যুদ্ধপিপাসু’ ও ‘সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ব্যক্তি’ হিসেবে বিবেচিত হবে।
আয়াতুল্লাহ নাসের মাকারেম শিরাজি তার ফতোয়ায় বিশ্বের সব মুসলমানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমাদেরকে এই দুই নেতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কারণ তারা ইসলামি প্রজাতন্ত্রের নেতৃত্বকে হুমকি দিয়েছে।
এম এইচ/
Discussion about this post