ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমণির সাবেক স্বামী ফেরদৌস কবির সৌরভকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাজধানীর বসুন্ধরা রেসিডেন্সিয়াল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সৌরভ যশোরের কেশবপুর পৌরসভার সাবেক নারী কাউন্সিলর শাহানা কবির ফতেমার ছেলে। যশোরের সাবেক সংসদ সদস্য শাহিন চাকলাদার গ্রুপের লোক ছিলেন তিনি। কেশবপুর পৌরসভার আওয়ামী লীগ নেতা মেয়র রফিকুল ইসলামের অন্যতম সহচর ছিলেন।
২০১২ সালের ২৮ এপ্রিল পরীমণির সঙ্গে বিয়ে হয়েছিল সৌরভের। বিয়ের দুই বছর পর থেকে পরীমণির সঙ্গে দূরত্ব সৃষ্টি হয় তার।
এস এইচ/
Discussion about this post