এক গৃহবধূ লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কন্যাসহ অনশন শুরু করেছেন । উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের মিয়ারহাট গ্রামে সোমবার (২৯ এপ্রিল) দুপুর ২টায় প্রেমিক রাজিব হোসেনের বাড়িতে অনশন শুরু করেন তিনি। প্রেমিক রাজিবসহ তার মা এ ঘটনার পর বাড়ি তালাবদ্ধ করে পালিয়ে গেছেন।
মিয়ারহাট গ্রামের বাসিন্দা প্রেমিক রাজিব হোসেন । বিয়ের দাবিতে অবস্থান নেওয়া ওই গৃহবধূ একই এলাকার প্রবাসী তুহিনের স্ত্রী।
গৃহবধূ বলেন, আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক স্বামীর বিদেশ যাওয়ার পর এক বছর ধরে ।প্রেমিক রাজিব প্রেমের ফাঁদে ফেলে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে। সম্প্রতি বিষয়টি পরিবার জেনে গেলে রাজিবকে বিয়ের জন্য বলি। কিন্তু সে রাজি হয়নি। রাজিবের বাড়িতে গিয়ে তার মা ও বোনদের এক মাস আগে বিষয়টি জানিয়েছি। তারা বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল তখন।
আরও পড়ুনঃ ২০০ টাকা বাংলাদেশ জিম্বাবুয়ের ম্যাচ টিকিট
তিনি বলেন,রাজিব এখন সেই সম্পর্ক অস্বীকার করছে। এই সম্পর্ক মানতে নারাজ তার পরিবারও। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই তার বাড়িতে অনশন শুরু করেছি। সে বিয়ে না করলে আত্মহত্যা করব।
পলাতক থাকায় প্রেমিক রাজিব হোসেনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে রাজিবের বোন ফাতেমা বলেন, আমার ভাইয়ের সঙ্গে ওই মেয়ের প্রেমের সম্পর্ক নেই। তবে গৃহবধূ তানিয়া তার স্বামী বিদেশ যাওয়ার পরই রাজিবকে বিরক্ত করে আসছে। তানিয়া তার প্রবাসী স্বামীকেও প্রেম করে বিয়ে করেছিল।
দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ মিন্টু ফরায়েজি বলেন, বিষয়টি নিয়ে স্থানীয় সাবেক ও বর্তমান মেম্বারদের সহযোগিতায় উভয় পরিবারের মধ্যে আলোচনা চলছে। দুপক্ষই মীমাংসার জন্য রাজি হয়েছে।
হাজিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, ওই গৃহবধূ তানিয়া লিখিত অভিযোগ করেছিল। অভিযোগ পেয়ে রাজিবের পরিবারকে মীমাংসার কথা বলা হয়েছিল। কিন্তু কোনোপক্ষ আর আসেনি। তানিয়া বিকালে বিচার চাইতে আসলে মেম্বারকে দায়িত্ব দেওয়া হয়। যদি মীমাংসা না হয় তাহলে আইনি ব্যবস্থা নেবে পুলিশ।
এ এ/
Discussion about this post