ভারতে পাচারের শিকার নয়জন নারী উদ্ধার পাওয়ার পর দেশে ফিরেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বেনাপোল স্থলবন্দর দিয়ে উদ্ধার হওয়া নারীদের হস্তান্তর করেছেন পুনে মহারাষ্ট্রের প্রবেশন অফিসার লাবন্য গুডুর এবং রিসানা সোনাভান।
বাংলাদেশের পক্ষে উদ্ধার হওয়া নারীদের গ্রহণ করেন- বেনাপোল ইমিগ্রেশনের সেকেন্ড অফিসার নয়ন রায়। এসময় আরও উপস্থিত ছিলেন- মানবাধিকার সংগঠন রাইটস যশোরের কর্মকর্তা সরোয়ার হোসেন, তৌফিকুজ্জামান, আবু হাসনাত, জাস্টিস এন্ড কেয়ারের আরিফা আক্তার।
রাইটস যশোরের তৌফিকুজ্জামান বাংলানিউজকে জানান, প্রত্যাবসন করা নারীরা এক থেকে দুই বছর আগে চাকরির প্রলোভনে পাচারকারীদের খপ্পড়ে পড়ে ভারতে যান। তাদেরকে প্রতিশ্রুত কাজ না দিয়ে খারাপ কাজে ব্যবহার করে। পরে পুলিশ তাদের উদ্ধার করে আদালতের মাধ্যমে পুনের বেসরকারি সংস্থা রেসকিউ ফাউন্ডেশনে প্রেরণ করে। সেখান থেকে খবর পেয়ে রাইটস যশোর হোম ইনভেস্টিগেশনের মাধ্যমে ওই নারীদের নাগরিকত্ব নিশ্চিত করে। পরে দুই দেশের সরকারের অনুমতি সাপেক্ষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদেরকে দেশে পাঠানো হলো।
বেনাপোল ইমিগ্রেশনের ওসি ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূইয়া বাংলানিউজকে বলেন, প্রত্যাবসিত নারীরা পাচারের শিকার হয়েছিলেন। তাদেরকে বিভিন্ন সময়ে পাচারকারীরা চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করেছিল। বেনাপোল ইমিগ্রেশনের পক্ষ থেকে তাদেরকে গ্রহণ করে বেনাপোল পোর্ট থানায় হস্থান্তর করা হয়েছে। সেখান থেকে রাইটস যশোর পাঁচজনকে এবং জাস্টিস এন্ড কেয়ার চারজনকে জিম্মায় নিয়েছে।
রাইটস যশোরের তৌফিকুজ্জজামান আরও জানান, সার্ভাইভারদের নিজ নিজ পরিবারের কাছে তুলে দেয়া হবে। তার আগে তাদের মানসিক অবস্থার উন্নয়নসহ প্রয়োজনীয় সেবা প্রদানের লক্ষ্যে সংস্থার নিজস্ব শেল্টারহোমে রাখা হবে।ভারত থেকে ফিরে আসা নারীদের বাড়ি যশোর, নরসিংদী, খুলনা, ঢাকা এবং নারায়নগঞ্জ জেলায়।
এস এম/
Discussion about this post