মালয়েশিয়ায় বৈধ নথিপত্র না থাকায় ৭ বাংলাদেশিসহ ১০৮ জন অভিবাসীকে আটক করা হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারি) স্থানীয় সময় ভোরে কুয়ালালামপুরের পাইকারি বাজার সেলায়াংয়ে অভিযানে চালিয়ে তাদের আটক করা হয়। স্থানীয় গণমাধ্যম দ্য নিউ স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দ্য নিউ স্ট্রেইটস টাইমসে বলা হয়েছে, আটকদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়ার ৫২, মিয়ানমারের ৩৫, ভারতের ১২ এবং নেপাল ও পাকিস্তানের একজন করে বাসিন্দা রয়েছে।
শহরের পুলিশপ্রধান দাতুক আলাউদিন আব্দুল মজিদ জানান, বুকিত আমানের জনশৃঙ্খলাসংক্রান্ত বিভাগের নেতৃত্বে ও ইমিগ্রেশন বিভাগ ও মালয়েশিয়ার সিভিল ডিফেন্স ফোর্সের সহযোগিতায় ৪৬৫ জন কর্মকর্তা ও কর্মী একটি যৌথ অভিযান পরিচালনা করেন। তল্লাশি চালানো হয় ২১৩ বিদেশি নাগরিকের। অভিযানের উদ্দেশ্য ছিল এলাকায় ও চারপাশে অপরাধমূলক কর্মকাণ্ড, বিশেষ করে যারা অনথিভুক্ত অভিবাসীদের সঙ্গে জড়িতদের শনাক্ত করা।
পুলিশপ্রধান আরও বলেন, ২১৩ জন বিদেশি নাগরিককে তল্লাশির পর বিভিন্ন অপরাধের জন্য ১০৮ জনকে আটক করা হয়েছে আটকদের ইমিগ্রেশনের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভ্রমণের বৈধ নথিপত্র না থাকা ও অতিরিক্ত সময় মালয়েশিয়ায় অবস্থানের দায়ে বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে।
এফএস/
Discussion about this post