যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যের কানসাসে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৯ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) মিসৌরির কানসাস সিটিতে কানসাস সিটি সুপার বোল প্যারেডে এ গোলাগুলি হয়েছে।
কানসাস সিটি ফায়ার ডিপার্টমেন্টের ব্যাটালিয়ন প্রধান মাইকেল হপকিন্সকে উদ্ধৃত করে এনবিসি নিউজ জানিয়েছে, আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর, পাঁচজনের আশঙ্কাজনক।
এক বিবৃতিতে কানসাস সিটি পুলিশ বিভাগ বলেছে, ইউনিয়ন স্টেশনের পশ্চিমে একটি গ্যারেজের কাছে গুলি চালানো হয়। এ ঘটনার সময় দুইজনকে আটক করা হয়েছে। তবে পুলিশ সন্দেহভাজনদের পরিচয় প্রকাশ করেনি।
প্রাথমিক তদন্তের পর পুলিশ বলছে, গোলাগুলির ঘটনাটি অপরাধমূলক। তবে ‘সন্ত্রাসবাদ নয়’ বলে মনে হচ্ছে। তিনজন আইন প্রয়োগকারী কর্মকর্তা ঘটনাটি সম্পর্কে ব্রিফ করেছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার চিফস সুপার বোল বিজয় উদযাপনের একটি সমাবেশের পর গুলি চালানোর ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, একজন সাহসী ব্যক্তি বন্দুকধারীকে ধরে ফেলে।
এফএস/
Discussion about this post