ভারতের কর্ণাটকের একটি রিসোর্ট থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে ১১ বছর বয়সী এক শিশুও ছিল। এ সময় একটি ‘সুইসাইড নোট’ পাওয়া গেছে। যা থেকে জানা যায়, আর্থিক সংকটের কারণে এরা সবাই আত্মহত্যা করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, কর্ণাটকের কোদাগু এলাকার একটি রিসোর্টে এ তিনজনের মরদেহ পাওয়া যায়। নিহতরা হলেন– বিনোদ (৪৩), জুবি আব্রাহাম (৩৭) ও তাঁদের মেয়ে জোহান (১১)।
তবে এরা এই এলাকার বাসিন্দা নয়, থাকেন কেরালার কোত্তায়ামে। শনিবার (৯ ডিসেম্বর) কর্ণাটকের কোদাগু এলাকার জঙ্গলে অবস্থিত একটি রিসোর্টে বেড়াতে আসেন তারা। তবে এখানে আত্মহত্যা করার জন্যই এরা এসেছিলেন বলে ধারণা পুলিশের।
পুলিশ বলছে, প্রাথমিকভাবে মনে হচ্ছে, আত্মহত্যা করার আগে মেয়েকে হত্যা করে এই যুগল। তবে মেয়েটিকে আত্মহত্যাও করানো হতে পারে।
Discussion about this post