সাদিক এগ্রোকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ খতিয়ে দেখতে সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় দুদক কর্মকর্তারা বিভিন্ন নথি যাচাই-বাছাই করে এবং বেশ কিছু নথির ফটোকপি নিয়ে যান। সোমবার দুপুরে দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে নয় সদস্যের একটি দল এই অভিযান পরিচালনা করেন।
অভিযান প্রসঙ্গে দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ বলেন, ‘২০২১ সালের মাঝামাঝি সময়ে আমদানি নিষিদ্ধ ১৮টি ব্রাহমা জাতের গরু জব্দ করা হয়। পরবর্তীতে সেই গরুগুলো সাভারে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে হস্থান্তর করা হয়। সেই গরুগুলো একটি নির্দিষ্ট সময় পরে মাংস বিক্রির উদ্দেশ্যে নিলামের মাধ্যমে ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের কাছে দেওয়া হয়। সম্প্রতি সাদিক এগ্রোতে ব্রাহমা জাতের গরু পাওয়া যাওয়ার খবর ছড়িয়ে পড়লে অভিযোগ ওঠে, কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার থেকে নিলামের মাধ্যমে বিক্রিত এই জাতের গরুগুলোকে অসৎ পন্থা অবলম্বন করে সাদিক এগ্রো কিনে নেয়। সেই অভিযোগের সত্যতা যাচাইয়ে আজ এই অভিযান পরিচালনা করা হয়।’
এ সময় এই দুদক কর্মকর্তা আরও জানান, ব্রাহমা জাতের গরুগুলো তারা কীভাবে পেল, তার তথ্য যাচাই করতে সাদিক এগ্রোতেও অভিযান পরিচালনা করা হবে।
কোটি টাকায় গরু এবং ১৫ লাখ টাকায় ছাগল বিক্রি করে সম্প্রতি আলোচনায় আসে সাদিক এগ্রো। গত ২৭ জুন মোহাম্মদপুরের রামচদ্রপুর খাল দখল করে তৈরি করা সাদিক এগ্রোর খামারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
এ এস/
Discussion about this post