আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, এক থেকে দেড় মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে বিচার কাজ শুরু হবে। তার বিরুদ্ধে দায়ের করা বিশেষ মামলাগুলোর তদন্ত প্রতিবেদন চলতি মাসেই আদালতে দাখিল করা হবে বলে আশ্বাস দেন তিনি।
শনিবার (১ মার্চ) সিলেটের পিটিআই মিলনায়তনে এ কর্মশালা থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে না দিলে ইন্টারপোলর মাধ্যমে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। তবে, ভারতের সঙ্গে বাংলাদেশের একটি বন্দি বিনিময় চুক্তি রয়েছে, যা আওয়ামী লীগ সরকার সই করেছিল। সেই চুক্তির আওতায় শেখ হাসিনাকে ভারত ফিরিয়ে দেবে বলে আশা করা যাচ্ছে।
এ ইউ/
Discussion about this post