অভিবাসনকে সমস্যা হিসেবে না দেখে অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অভিবাসী সংস্থা আইওএম এর নতুন প্রধান অ্যামি পোপ৷
সম্প্রতি ইথিওপিয়ায় সফরে গিয়ে এমন বক্তব্য রাখেন অ্যাপম। দায়িত্ব নেয়ার পর তার এটি প্রথম সফর।
অ্যামি পোপ বলেন, সংঘাত, দারিদ্র্য, অসম উন্নয়ন এবং সেই সঙ্গে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা আফ্রিকা মহাদেশ আইওএম-এর কার্যক্রমে অগ্রাধিকার পাবে৷ শরণার্থীদের বাইরে অর্থনৈতিক কারণে অভিবাসী হওয়াদের অধিকার রক্ষায়ও প্রাধান্য দিতে হবে।
অ্যামি পোপ বলেন, আইওএম সামাজিক গোষ্ঠী, জাতি, বর্ণ বা লিঙ্গ পরিচয়ের কারণে বাস্তুচ্যুত হওয়া শরণার্থীদের রক্ষায় কাজ করে৷ কিন্তু বর্তমানে বেশিরভাগ মানুষ অর্থনৈতিক পরিস্থিতির কারণে অভিবাসী হচ্ছে৷
তিনি বলেন, ‘ক্ষুধার্ত মানুষের সমস্যার সমাধান নির্যাতিতের চেয়ে কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয়৷…আমাদের জন্য প্রথম প্রশ্ন হলো আমরা কীভাবে অভিবাসীদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করব, এমনকি তারা যদি শরণার্থী সংজ্ঞায় নাও পড়েন৷’
জেনেভাভিত্তিক জাতিসংঘের সংস্থাটি বিশ্বের কয়েক কোটি অভিবাসীর সহায়তায় কাজ করে৷ তিনি অভিবাসীদের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনার আহ্বান জানিয়ে বলেন, ‘‘বেশিরভাগ সময় আমরা অভিবাসনকে সমস্যা হিসেবে নিয়ে তা সমাধানের আলোচনা করি৷ আমরা শুধু মানবপাচারের দিকে নজর দেই, সীমান্ত ব্যবস্থাপনার কথা বলি৷ কিন্তু এখানে মূল লক্ষ্য হওয়া উচিত আমরা কীভাবে অভিবাসনকে অর্থনৈতিক উন্নতির প্রসারে হাতিয়ার করতে পারি৷’’
আফ্রিকায় ৮০ শতাংশ অভিবাসন মহাদেশটির অভ্যন্তরেই হয়ে থাকে উল্লেখ করে তিনি অভিবাসীদের যাতায়াতে আরো বৈধ পথ তৈরির জন্য আফ্রিকান ইউনিয়নের সঙ্গে কাজের আগ্রহ প্রকাশ করেন৷
নির্যাতন ও শোষণ এড়াতে নিয়মিত বা বৈধ উপায়ে মানুষ যাতে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে দেশগুলোকে তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি৷
Discussion about this post