ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সাঈদের নামে ফেনীর পরশুরাম উপজেলায় একটি সেতুর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) সকালে উপজেলার চিথলিয়া ইউনিয়নের পাগলীরকুল গ্রামে এই সেতুর উদ্বোধন করা হয়েছে।
সেতুর নাম দেওয়া হয়েছে “শহীদ আবু সাঈদ স্মৃতি সেতু”। এতে অর্থায়ন করেছে চট্টগ্রামের হোসনেয়ারা-মনজুরুল আলম ওয়েলফেয়ার ট্রাস্ট। লোহা দিয়ে তৈরি এই সেতু নির্মাণে খরচ হয়েছে ২২ লাখ টাকা।
জানা গেছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুরুল আলম পরিচালিত ট্রাস্টের পক্ষ থেকে ও ব্যক্তিগত অর্থায়নে এই সেতু নির্মাণ করা হয়েছে।
স্থানীয়রা জানান, ওই এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতেন। এতে শিশুসহ বৃদ্ধদের দুর্ভোগ পোহাতে হতো। কিন্তু গত ২০ আগস্টের ভয়াবহ বন্যায় সাঁকোটি ভেঙে যায়। ফলে দুই পাড়ের বাসিন্দাদের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। গ্রামের লোকজন বিষয়টি চট্টগ্রামের সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুরুল আলমের কাছে দাবি জানালে তিনি ব্যক্তিগত তহবিল থেকে নির্মাণ করে দেন। এতে দুই পাশের সাতটি গ্রামের বাসিন্দারা যাতায়াত করতে সুবিধা হবে।
স্থানীয় আকরাম হোসেন জানান, পাগলীরকূল-পূর্বপাড়া ও উত্তর শালধর-মালিপাথরের মধ্যবর্তী জায়গায় এই সেতুটি। দীর্ঘদিন ধরে এখান দিয়ে যাতায়াত করতে খুব কষ্ট হতো। লোহার পাত দিয়ে সেতু নির্মাণ করে দেওয়ায় এখন অনায়াসে যাতায়াত করা যাবে।
সেতুর উদ্বোধন করেন পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা হাবিব শাপলা। এ সময় উপস্থিত ছিলেন- বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় লোকজন।
এম এইচ/
Discussion about this post