ইতালির দক্ষিণাঞ্চলে একটি শহরে গ্যাস বিস্ফোরণে একটি বাড়ি ধসে দুই শিশুসহ একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। দেশটির ন্যাপলেসের কাছে অবস্থিত সাভিওনো শহরে থাকা দুই তলা ভবনটি বিস্ফোরণের পর ধসে পড়ে। এতে দুই শিশু ও এক নারীর মৃত্যু হয়। খবর বিবিসি
ইতালির স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার (২২ সেপ্টেম্বর) ভবনটি ধসের পর উদ্ধার কর্মীরা ওই দুই শিশু ও তাদের মায়ের মরদেহ শনাক্ত করেছে। অন্যদিকে ইতালির ফায়ার সার্ভিস জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে বাবা ও সদ্য জন্ম নেয়া এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের সন্ধানে অভিযান চলছে।
ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, ঘটনার দিন ওই ভবনটির নিচতলায় বাবা সদ্য জন্ম নেয়া শিশুকে নিয়ে ছিলেন। আর দ্বিতীয় তলায় শিশুদের মা এবং তাদের নানী ছিলেন।
উদ্ধার অভিযানে ৬০ জনের বেশি উদ্ধারকারী অংশ নেয়। দুই শিশুর মরদেহ খুঁজে পাওয়া গেলেও তাদের মা এবং নানী এখনো নিখোঁজ রয়েছেন।
এ ইউ/
Discussion about this post