বসন্ত উৎসবে মেতে ছিলো প্রবাসী বাংলাদেশীরা। ইতালির ভেনিসে মহিলা ঐক্য পরিষদ ভেনিস এর আয়োজনে ভেনিস বাংলা স্কুল এর সার্বিক সহযোগিতায় চিতা মারঘেরার গির্জার হল রুমে আয়োজিত বসন্ত উৎসবে মেতে উঠে প্রবাসী বাংলাদেশীরা ।
মোহাম্মাদ উল্লাহ্ সোহেল ও দিলরুবা জামান এর প্রাণবন্ত উপস্থাপনায় নানা সাজে সজ্জিত হয়ে নারী পুরুষ ও শিশুরা আনন্দে মেতে উঠে।
ভেনিস, ত্রেভিজো ও ওদের্জো শহর হতে মোট ৩২টি পরিবার হরেক রকমের পিঠাপুলি ও বিভিন্ন খাবার তৈরি করে নিয়ে এসে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখেন । নাচে, গানে মেতে উঠেন উপস্থিত বাংলাদেশী সহ উপস্থিত ইতালিয়ানরাও। সুরেলা কন্ঠে গান ও নৃত্যে স্ট্রেজ মাতিয়ে রাখেন তিশা সুলতানা, রিয়াজ হোসেন, আশিক পলস, সাকিবা লিটন ।
এরপর শুরু হয় হরেক রকমের খাবার পরিবেশন । যারা পিঠাপুলি তৈরি করে নিয়ে এসেছেন তাদের উৎসাহিত করার লক্ষ্যে ভেনিস বাংলা স্কুল তিনটি পুরস্কার প্রদান করেন এবং মহিলা ঐক্য পরিষদ ভেনিস তিনটি পুরস্কার প্রদান করেন। লটারি মাধ্যমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হয়।
মহিলা ঐক্য পরিষদ ভেনিস এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দিলরুবা জামান, সুরাইয়া আক্তার, কুলসুম।
আগত ব্যক্তিগণ বলেন এ ধরনের আয়োজন আমাদের প্রতিবছর করার প্রয়োজন তাহলে বাংলার কৃষ্টি কালচার আমাদের নতুন প্রজন্মের বাচ্চারা ধারণ করতে পারবে।
এ ইউ/
Discussion about this post