সারাদেশে আজ বিক্ষোভ করবে বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলন। একইসঙ্গে রোববার থেকে অনির্দিষ্টকালের ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি ঘিরে উত্তরায় সর্তক অবস্থান নিয়েছে বিজিবি
শনিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে পাঁচটি গাড়িতে উত্তরার বিএনএস সেন্টারের সামনে অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এর আগে, সকাল ৮টা থেকে বিএনএস সেন্টারের সামনে এবং বিপরীত পাশের সড়কে প্রায় শতাধিক পুলিশ সদস্যকে অবস্থান নিতে দেখা গেছে। পরিস্থিতি মোকাবিলায় সঙ্গে রাখা হয়েছে আর্মড পার্সোনাল ক্যারিয়ার (এপিসি)।
দেখা গেছে, মার্কেটের সামনে প্রধান সড়কের পাশে রাখা হয়েছে এপিসি। মার্কেটের বিভিন্ন প্রান্তে অবস্থান করছেন পুলিশের সদস্যরা। মার্কেটের পেছনের সড়কগুলোতে রয়েছে উত্তরা পশ্চিম থানার বেশকিছু গাড়ি। সেগুলোতেও রয়েছেন পুলিশের সদস্যরা। সকালে ১১টা ১৫ মিনিটের দিকে উত্তরা বিভাগের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শনে যান। এসময় অস্ত্রসহ পুলিশ সদস্যদের সর্তক থাকতে দেখা যায়। তবে সেসময় বিক্ষোভকারী কাউকে সড়কে বা মার্কেটের সামনে দেখা যায়নি।
এস এম/
Discussion about this post