কক্সবাজারের রামুতে কোরবানির পশু জবাই করতে গিয়ে গরুর লাথিতে আব্দুল হাকিম (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ জুন) সকাল ১০টার দিকে রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ঘুদালিয়া কাঁটা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আব্দুল হাকিম ঈদগড় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ঘুদালিয়া কাঁটা এলাকার বাসিন্দা। স্থানীয় বাসিন্দা আব্দুল আলিম বলেন, ঈদের নামাজের পর গরু জবাই করার জন্য রশি বেঁধে মাটিতে ফেললে রশি থেকে একটি পা ছুটে যায়। এই পা দিয়ে আঘাত করলে আব্দুল হাকিম গুরুতর আহত হন।
বিষয়টি নিশ্চিত করে রামু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের দেওয়ান জানান, ঘুদালিয়া কাঁটা এলাকায় আবছার কামাল নামের এক প্রবাসীর ঘরে কোরবানির পশু জবাই করতে গিয়ে গরুর লাথিতে আব্দুল হাকিম আহত হন। পরে তাকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ এ/
Discussion about this post