মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) রহস্যময় এক রোগে কমপক্ষে ৭৯ জনের মৃত্যু হয়েছে। অজ্ঞাত ফ্লু-জাতীয় রোগে আক্রান্ত হয়ে তারা মারা গেছেন বলে জানানো হয়েছে।
মৃতদের প্রাথমিক উপসর্গে জ্বর, সর্দিকাশি ছিল। তবে মৃত ব্যক্তিরা কোনো ভাইরাসে সংক্রমিত কিংবা রোগে আক্রান্ত ছিলেন কি না, তা বলতে পারছে না কঙ্গো সরকার।
মারা যাওয়া ব্যক্তিদের বেশির ভাগের বয়স ১৫ থেকে ১৮ বছরের মধ্যে-এমনটাই জানিয়েছে কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয়। সম্প্রতি দেশটিতে জ্বর, সর্দি, কাশি, কফ, শ্বাসকষ্ট ও মাথাব্যথার মতো উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। প্রায় ৩০০ জনের বেশি মানুষ চিকিৎসকের কাছে এসেছেন।
পরিস্থিতি মোকাবিলা করতে এবং রোগের প্রকৃতি তদন্ত করার জন্য প্রতিক্রিয়া দলগুলোকে কোয়াঙ্গো প্রদেশে, বিশেষ করে ওই প্রদেশের পাঞ্জি স্বাস্থ্য অঞ্চলে পাঠানো হয়েছে। অজ্ঞাত এই রোগে সেখানেই সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।
এমন পরিস্থিতি আতঙ্কে আছেন দেশটির জনগণ। এমন পরিস্থিতিতে সরকার জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।
সূত্রঃ বিবিসি
এ ইউ/
Discussion about this post