কেনিয়ার রাজধানী নাইরোবিতে এক ভয়াবহ গ্যাস বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। এ ছাড়া, আহতের সংখ্যা দুই শতাধিক।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) গভীর রাতে নাইরোবির দক্ষিণ-পূর্বের এলাকা এমবাকাসিতে এই বিস্ফোরণ ঘটে।
বার্তা সংস্থা এএফপি জানায়, দমকলকর্মীরা শুক্রবার (২ ফেব্রুযারি) ভোরেও আগুন নেভানোর চেষ্টা করছিলেন।
এ ঘটনায় সরকারের মুখপাত্র আইজ্যাক মাইগুয়া মাওয়াউরা সামাজিক প্ল্যাটফর্ম এক্সে জানান, বৃহস্পতিবার রাতে এমবাকাসি এলাকায় এই আগুনের সূত্রপাত হয়। পোস্টে তিনি লেখেন, অজানা রেজিস্ট্রেশন নম্বরের একটি লরি (ট্রাক) গ্যাসে বোঝাই ছিল। বিস্ফোরণের পর বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আগুন।
তিনি আরও বলেন, বিস্ফোরণস্থল বন্ধ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে যাতে ন্যূনতম ব্যাঘাত ছাড়াই উদ্ধার অভিযান চালানো যায়।
বিবিসি জানায়, বিস্ফোরণে যানবাহন, ব্যবসা প্রতিষ্ঠান এবং আশপাশের কয়েকটি বাড়িও আগুনে পুড়ে গেছে। ওই এলাকায় বসবাসরত এক সাংবাদিক বিবিসিকে জানান, বিস্ফোরণের পর সবাই বাড়ি ছেড়ে চলে গেছে।
জনসাধারণকে আপাতত এলাকাটিতে ভিড় না করার পরামর্শ দেওয়া হয়েছে। ফায়ার ইঞ্জিন মোতায়েন করাসহ উদ্ধার অভিযান চলছে। তবে দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কেনিয়ার রেড ক্রস বলেছে যে, তারা এ পর্যন্ত প্রায় ২৭১ জনকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র: আল জাজিরা
এফএস/
Discussion about this post