নেত্রকোণার পূর্বধলা উপজেলার একটি পশুর খামারে নেপিয়ার ঘাস খেয়ে ২৭টি গরুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম পাড়ার তাহাযীদ এগ্রো ফার্মে গরুগুলো মারা যায়। কয়েকটি গরু অসুস্থ হয়ে পড়েছে। এ ঘটনায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন খামারটির মালিক জাহেরুল ইসলাম।
জাহেরুল ইসলাম বলেন, ‘গত শনিবার সন্ধ্যায় কাঁচা সবুজ নেপিয়ার ঘাস খাওয়ানোর পরই গরুগুলো অসুস্থ হতে শুরু করে। এরপর গত দুই দিনে অথাৎ রোববার ও সোমবার ২৬টি গরু মারা যায়। গরুগুলো কোরবানি ঈদে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছিল। এ ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
পূর্বধলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এম.এম.এ আউয়াল তালুকদার বলেন, ‘বৃষ্টির সময় কচি ঘাসে নাইট্রোজেনের মাত্রা বেশি থাকে। নাইট্রেট বিষক্রিয়ায় গরুগুলো মারা যেতে পারে। আমরা ঘাসের নমুনা সংগ্রহ করেছি। পরীক্ষার পর আরো বিস্তারিত জানা যাবে।’
তিনি আরও বলেন, ‘খামারির সঙ্গে আমাদের মেডিক্যাল টিম যোগাযোগ রাখছে। অসুস্থ গরুগুলোকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
টিবি
Discussion about this post