আগামী ২৯ মে তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঘূর্ণিঝড় রিমালের কারণে নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলা ও চাঁদপুর জেলার কচুয়া, ফরিদ্গঞ্জ উপজেলার নির্বাচন স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) নির্বাচন পরিচালনা কমিটির উপসচিব আতিয়ার রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এ প্রসঙ্গে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘ঘূর্ণিঝড়ের কারণে অনেক জায়গা পানিতে তলিয়ে গেছে, অনেক জায়গায় বিদ্যুৎ নেই এবং যোগাযোগ ব্যবস্থাও বিঘ্নিত। এ কারণেই এসব জায়গায় নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।’
এ এস/
Discussion about this post