অবৈধভাবে সামীন্ত পাড়ি দিয়ে ইসরায়েলে প্রবেশের অভিযোগে ভারতীয় এক যুবককে গুলি করে হত্যা করেছে জর্ডান সেনাবাহিনী। একটি সূত্র এ তথ্য জানিয়েছে। ওই যুবকের নাম থমাস গ্যাবরিয়েল পেরেরা। তিনি কেরালার বাসিন্দা। গত ১০ ফেব্রুয়ারি এ ঘটনা ঘটে।
জর্ডানে অবস্থিত ভারতীয় দূতাবাস রোববার (০২ মার্চ) জানিয়েছে, তারা ‘দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে একজন ভারতীয় নাগরিকের দুঃখজনক মৃত্যুর ঘটনা’ সম্পর্কে জানতে পেরেছে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে দূতাবাস দাবি করেছে, ‘দূতাবাস মৃত ব্যক্তির পরিবারের সাথে যোগাযোগ করছে এবং মৃত ব্যক্তির মৃতদেহ দেশে ফেরত পাঠানোর জন্য জর্ডান কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে।’
৪৭ বছর বয়সী পেরেরা ভ্রমণ ভিসায় জর্ডানে যাওয়ার পর ইসরায়েলে প্রবেশের চেষ্টা করেছিলেন। তার আত্মীয় এডিসন মেনামকুলামের বাসিন্দা, তিনিও ইসরায়েলে প্রবেশের চেষ্টা করেছিলেন। জর্ডানের সৈন্যদের হাতে তিনিও গুলিবিদ্ধ হন কিন্তু বেঁচে যান। চিকিৎসা শেষে তাকে ভারতে ফেরত পাঠানো হয়েছে।
ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে ক্রমবর্ধমান সহিংসতা এবং অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েল-হামাস যুদ্ধের পটভূমিতে জর্ডান সীমান্তে গুলিতে ভারতীয় নাগরিকের প্রাণহানির এই ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি।
এস এইচ/
Discussion about this post