শেখ হাসিনা সরকার পতনের পর যেন আন্দোলনের নগরীতে পরিণত হয়েছে ঢাকা! প্রায় প্রতিদিন কোথাও না কোথাও, বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করছে আন্দোলনকারীরা। আর এসব কারণে চরম ভোগান্তিতে পড়ছে রাজধানীর সাধারণ মানুষজন।
এদিকে, গতকাল রবিবার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে মাহবুবুর রহমান মোল্লা কলেজের এক শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় সংঘর্ষে জড়ায় শিক্ষার্থীরা। অন্যদিকে, গেল ক’দিন ধরেই ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন রিকশাচালকরা। সব মিলিয়ে রাজধানীতে এখন চরম অস্থিরতা বিরাজ করছে।
এমন অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ঠাট্টা’ করেই একটি ফেসবুক পোস্ট দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। সোমবার (২৫ নভেম্বর) নিজের ফেসবুকে শাওন লিখেছেন, ‘‘আজকে কি কোথাও কর্মসূচি/আন্দোলন/বিক্ষোভ নাই! ফেসবুকে কোনো সাড়াশব্দ পাচ্ছিনা! ট্রাফিক আপডেট ‘ঢাকার চাকা’র মতো আন্দোলন আপডেটের একটা অ্যাপ তৈরি করার দাবি জানাচ্ছি।’’
শাওনের এই দাবির সঙ্গে তার অনুসারীদের অনেকেই একমত পোষণ করেছেন।
কেউ লিখেছেন, ‘সকাল থেকেই ম্যাচ শুরু হয়ে গেছে।’ অন্য একজন লিখেছেন, ‘ঠিক বুদ্ধি। রাস্তায় প্রতিদিনের ভোগান্তি থেকে মুক্তি পাবে কর্মজীবীরা।’
শাওনের সেই পোস্টে একজন মন্তব্য করেছেন, ‘আজকের দিনের প্রথম ভাগের আপডেট- ১. মাহবুবুর রহমান কলেজে ব্যাপক ভাংচুর ও লুট। ২. আগারগাঁওয়ে অটোরিকশা (বাংলার টেসলা) পাইলটরা দখল নিয়ে বন্ধ করে দিয়েছে ইউনাইটেড স্টেট অব মিরপুর সড়ক। ৩. বকেয়া বেতনের দাবিতে চন্দ্রা নবীনগর সড়ক আবারও নিজেদের দখলে নিয়েছে শ্রমিকরা।’
উত্তরে শাওন লিখেছেন, ‘যাক বাবা মনটা শান্ত হলো! আন্দোলন ছাড়া দিনটা গেলে মনে হয় “কি যেন নাই”!’
এ ইউ/
Discussion about this post