নতুন বছর শুরুর ভাষণেই আচমকা সিংহাসন ছাড়ার ঘোষণা দিয়েছেন ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গারেটা। ১৪ জানুয়ারিতে তিনি সিংহাসন ত্যাগ করবেন। রানি হওয়ার ৫২ বছর পর তিনি দায়িত্ব ছাড়ছেন। ঘোষণায় রানি বলেন, ‘আমি আমার ছেলে ক্রাউন প্রিন্স ফ্রেডেরিককে সিংহাসন দিয়ে যাচ্ছি।’
ডেনমার্কের ইতিহাসে ৮৩ বছর বয়সী মার্গারেটাই সবচেয়ে বেশিদিন দায়িত্বে থাকা রানি। ১৯৭২ সালের ১৪ জানুয়ারিতে রানি দ্বিতীয় মার্গারেটা দেশ শাসনের দায়িত্ব নিয়েছিলেন। তখন তার বয়স ছিল মাত্র ৩১৷
২০২৩ সালের শুরুর দিকে পিঠে অস্ত্রোপচার হওয়ার পরই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে ভাষণে জানিয়েছেন রানি।
তিনি বলেন, ‘অস্ত্রোপচার থেকে স্বাভাবিকভাবেই ভবিষ্যৎ নিয়ে এই চিন্তা মাথায় এসেছে যে, আগামী প্রজন্মের কাছে দায়িত্ব ছেড়ে দেওয়ার সময় হয়ে এসেছে কিনা।’
‘আমি সিদ্ধান্ত নিয়েছি যে, এখনই সঠিক সময়, বলেন রানি মার্গারেটা। এতবছর ধরে রানি হিসাবে তাকে সমর্থন দিয়ে আসার জন্য ড্যানিশ জনগণকে ধন্যবাদও জানান তিনি।’
ডেনমার্কে মার্গারেটা খুবই জনপ্রিয় ৷ ডেনমার্কবাসী তাকে আমৃত্যুই সিংহাসনে দেখার প্রত্যাশায় ছিল। এক ড্যানিশ সাংবাদিক বিবিসি-কে বলেন, ‘আপনাদের কাছে রানি এলিজাবেথ যেমন, তিনিও (মার্গারেটা) আমাদের কাছে সেরকম।’
যুক্তরাজ্যে রানি এলিজাবেথের মৃত্যু পর রাজঐতিহ্য অনুযায়ী রাজা হিসাবে তার বড় ছেলে চার্লসের যে জমকালো রাজ্যাভিষেক হয়েছিল, ডেনমার্কের রানির ছেলের তেমন আনুষ্ঠানিক রাজ্যাভিষেক হবে না। ৫৫ বছর বয়সী ক্রাউন প্রিন্স ফ্রেডেরিকের সিংহাসনে আরোহণের ঘোষণা দেওয়া হবে কোপেনহেগেনের রাজপ্রাসাদ থেকে।
রানি মার্গারেটার জায়গায় তিনি ডেনমার্কের রাজা এবং দেশের প্রধান হিসাবে দায়িত্ব নেবেন।
এফএস/
Discussion about this post