নির্বাচনের আগে কোনো সংস্কারের প্রয়োজন নেই, এসব নির্বাচিত সরকারের কাজ বলে জানালেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। এখনই সংস্কারে হাত না দেওয়া ভালো বলে অভিমত তার।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, নির্বাচনের পর যারা আসবেন তারাই সংস্কার করবেন। এই সরকার নিরপেক্ষ কিনা এটা নিয়ে মানুষের মনে সন্দেহ দেখা দিয়েছে। এই সরকার বৈষম্য করছে। স্থিতিশীলতা চাইলে সকলকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে।
জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, দোষী অভিযোগ করলেই কেউ দোষী হয় না। সব দলকেই জনগণের সামনে রাজনীতি করতে দেওয়া উচিত। দেশ এখন খারাপের দিকে যাচ্ছে। মানুষের অবস্থা ভালো না। সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে। আমরা কি আন্দোলন করতেই থাকবো? তাহলে দেশ কোথায় যাবে? জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ পরিস্থিতির ওপর নির্ভর করবে বলেও মন্তব্য করেন তিনি।
এম এইচ/
Discussion about this post