পুলিশ যদি আর কোনো শিক্ষার্থীদের বুকে গুলি করে তাহলে কোনো পুলিশের সন্তানকে শিক্ষার্থীরা পাঠ দান করবে না বলে মন্তব্য করেছেন নরসিংদীর আন্দোলনরত শিক্ষকরা।
শনিবার (৩ আগস্ট) দুপুরে সারাদেশে হত্যার বিচারের দাবিতে নরসিংদীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকরা বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্যে এ মন্তব্য করেন তারা।
বিক্ষোভ মিছিলটি শিক্ষাচত্বর এলাকার পৌর পার্কের মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বক্তব্য দেন শিক্ষকরা।
এ সময় শিক্ষরা বলেন, সারা দেশে নির্মমভাবে শিক্ষার্থীদের গুলি করে হত্যা করা হচ্ছে। তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার বিপরীতে তাদের দমনপীড়ন করে দমানো যাবে না। অবিলম্বে এই শিক্ষার্থীসহ সাধারণ মানুষের ওপর গুলি বন্ধ করতে হবে। আর যদি কোনো শিক্ষার্থীদের ওপর গুলি চলে তবে শিক্ষকদের নেতৃত্বে কঠোর কর্মসূচি দেওয়া হবে। পুলিশ যদি আর কোনো শিক্ষার্থীদের বুকে গুলি ছোড়ে তাহলে আর কোনো পুলিশের সন্তানকে শিক্ষকরা পাঠদান করাবে না বলেও জানান শিক্ষকরা।
এ সময় বক্তব্য রাখেন, নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগে সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিন, পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ আরিফ পাঠান, নরসিংদী প্রেসিডেন্সি কলেজের প্রতিষ্ঠাতা ড. মোয়াজ্জেম হোসেন, নরসিংদী বিজ্ঞান কলেজের শিক্ষক নাজমুল আলম সোহাগ, ইমপেরিয়াল কলেজের শিক্ষক মইনুল ইসলাম মিরু, বেলাব রাবেয়া মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান জহিরুল ইসলাম মৃধা প্রমুখ।
টিবি
Discussion about this post