দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ নেওয়ার পর মন্ত্রীদের দফতর বণ্টন করা হয়। এবার প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সিলেট-২ থেকে নির্বাচিত শফিকুর রহমান চৌধুরী।
শফিকুর রহমান চৌধুরী ১৮ আগস্ট ১৯৫৭ সালে বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের চান্দভরাং গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আব্দুল মতলিব চৌধুরী ও মায়ের নাম লতিফুন নেসা চৌধুরী। তার বাবা ছিলেন একজন বিশিষ্ট প্রবাসী কমিউনিটি নেতা।
শফিকুর রহমান চৌধুরী ১৯৭২ সালে চান্দভরাং উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৭৫ সালে সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি ও ১৯৭৯ সালে বি.এ ডিগি লাভ করেন। সিলেটে ‘২৪ ঘণ্টার রাজনীতিবিদ’ হিসেবে পরিচিতি পাওয়া শফিকুর রহমান চৌধুরী ১৯৬৯ সালে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত হন। ১৯৭৮ সালে যুক্তরাজ্যে যাওয়ার পর তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত হন এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের বিভিন্ন পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
পরে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক থেকে শফিকুর রহমান চৌধুরী সরাসরি সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দীর্ঘদিন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন শেষে ২০১৯ সালের ৫ ডিসেম্বরের জেলা আওয়ামী লীগের দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি সভাপতি প্রার্থী হন। তবে কেন্দ্র থেকে সদ্য প্রয়াত লুৎফুর রহমানকে সভাপতি ও অ্যাডভোকেট নাসির উদ্দিনকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। পরে কমিটি পূর্ণাঙ্গ হলে শফিকুর রহমান চৌধুরীকে সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়।
এ এস/
Discussion about this post