জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মো. মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত। ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে আদালতে আবেদন করেছেন নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ।সম্প্রতি আবেদন বাতিল করেছেন আদালত।
রোববার (২৮ জুলাই) লায়লা কানিজ শুনানিতে উপস্থিত না হওয়ায় ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন।
এ বিষয়ে দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম বলেন, আজ শুনানির দিন ধার্য ছিল। তবে আবেদনকারী লায়লা কানিজ আদালতে উপস্থিত হননি। এজন্য আদালত শুনানি ছাড়াই আবেদনটি বাতিল করেন। পরবর্তীতে এ আবেদনের ওপর শুনানি হওয়ার কোনো সুযোগ নেই।
এস এম/
Discussion about this post