গাজীপুরের কালিয়াকৈরে বেড়াতে গিয়ে নৌকা উল্টে বিলের পানিতে ডুবে নিখোঁজ গৃহবধূ সাদিয়া আক্তারের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে এখনো গৃহবধূর সন্তান নিখোঁজ রয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, সোমবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৫টায় উপজেলার টালাবহ গ্রামের মো. ফরমান আলী নিজের নৌকা নিয়ে স্ত্রী, নাতি-নাতনিসহ পাঁচজন বেড়াতে যান। নৌকাটি ভাউমান নয়নগর আঞ্চলিক রাস্তার মধ্যবর্তী স্থানে বক্স কালভার্টের নিচে পৌঁছালে পানির স্রোতে নৌকাটি উল্টে যায়।
এ সময় বক্স কালভার্টের নিচে নৌকাটি আটকে গেলে পাঁচজনই পানিতে ডুবে যায়। স্থানীয়রা ফরমান আলী, তার স্ত্রী হরবানু, নাতনি মরিয়মকে আহত অবস্থায় উদ্ধার করেন। কিন্তু গৃহবধূ সাদিয়া আক্তার ও তার শিশুপুত্র আব্দুল্লাহ পানিতে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও মা ও সন্তানকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দল ঘটনাস্থলে গিয়ে রাতে নৌকা ও জাল দিয়ে পানিতে ডুবে যাওয়া নিখোঁজ মা ও শিশু পুত্রকে উদ্ধারের চেষ্টা চালায়।
ফায়ার সার্ভিস কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, সংবাদ পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থলে উপস্থিত হলেও রাত হয়ে যাওয়ায় ও ডুবুরি না থাকায় উদ্ধার কাজ চালানো সম্ভব হয়নি। তবে মঙ্গলবার গাজীপুরের টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার তৎপরতা শুরু করে।
তিনি বলেন, আজ বেলা ১১টায় নিখোঁজ গৃহবধূ সাদিয়া আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তিন বছরের শিশু সন্তানটি এখনো নিখোঁজ রয়েছে।
এ এ/
Discussion about this post