পঞ্চগড়ের মিস্ত্রীপাড়া সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের দৌরাত্ম রুখতে সীমান্তে ফাঁকা গুলি করে তাদের প্রতিহত করেছে বিজিবি। এ সময় সীমান্ত এলাকা থেকে তাদের ফেলে যাওয়া ৯৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ।
বিজিবি জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় কয়েকজন ভারতীয় চোরাকারবারি বাংলাদেশ সীমান্তে জড়ো হয়ে চোরাচালান করছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্তের ৪১৮/১১ পিলার এলাকায় অবস্থান নেয় বিজিবি। ভারতীয় চোরাকারবারিরা মাথায় বস্তা নিয়ে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে তাদের ধাওয়া করে বিজিবি।
এ সময় চোরাকারবারিরা ধারালো অস্ত্র নিয়ে বিজিবির দিকে অগ্রসর হলে বিজিবি প্রথমে এক রাউন্ড ও পরে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় তারা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ৯৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে বিজিবি।
এন পি/
Discussion about this post