চীনে এবার ভিসা ছাড়াই আরও একটি দেশের নাগরিকদের ভ্রমণের সুযোগ দেওয়া হয়েছে। আগামী ১ মার্চ থেকে দেশটির নাগরিকরা ভিসা ছাড়াই চীনে যাতায়াত করতে পারবেন।
রোববার (২৮ জানুয়ারি) ব্যাংককে বৈঠকের পর এক অনুষ্ঠানে থাই পররাষ্ট্রমন্ত্রী পার্নপ্রি বাহিদ্ধা নুকারা ও চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পারস্পরিক ভিসা মওকুফ চুক্তি সাক্ষর করেন। আগামী ১ মার্চ থেকে এই চুক্তি কার্যকর হবে।
চুক্তি সই অনুষ্ঠান শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে ওয়াং বলেন, এই সুবিধা দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ থাইল্যান্ড। দেশটির অর্থনীতিতে পর্যটন খাত বড় ভূমিকা রাখে। করোনার আগে থাইল্যান্ডে সবচেয়ে বেশি চীনা পর্যটক ভ্রমণ করেছেন। তবে করোনো মহামারি শুরু হলে পরিস্থিতি পাল্টে যায়। হু হু করে কমতে থাকে পর্যটকের সংখ্যা।
গত বছর ৩৫ লাখ চীনা পর্যটক থাইল্যান্ড সফর করেছেন। তবে মহামারির আগে ২০১৯ সালে এই সংখ্যা ছিল এক কোটি ১০ লাখ। এ বিষয়ের প্রতি ইঙ্গিত করে ওয়াং বলেন, থাইল্যান্ডে চীনা পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পাবে।
এর আগে গত নভেম্বরে ভিসা ছাড়াই ছয় দেশের নাগরিকদের চীনে ভ্রমণের সুযোগ দেয় বেইজিং। দেশ ছয়টি হলো—ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও মালয়েশিয়া।
বর্তমানে চীনে প্রবেশের জন্য বিশ্বের অধিকাংশ দেশের নাগরিকদের ভিসার প্রয়োজন হয়ে থাকে। তবে ব্রুনাই, সিঙ্গাপুর, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও মালয়েশিয়ার নাগরিকরা ভিসা ছাড়াই চীন ভ্রমণের সুবিধা পেয়ে থাকে। এর সঙ্গে এবার নতুন করে থাইল্যান্ডের নাম যুক্ত হলো।
সূত্র: রয়টার্স
এফএস/
Discussion about this post