মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ইউনিয়ন পরিষদের এক সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও ২০-৩০ জন আহত হন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে সংঘর্ষের ঘটনা নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ কাজ করছে। কালকিনি থানার ওসি মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- উপজেলার বাশগাড়ি ইউনিয়ন পরিষদ সদস্য আতাউর রহমান ওরফে আক্তার শিকদার ও তার দুই ছেলে।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘ বছর ধরে একই ইউনিয়নের ইউপি সদস্য ও ইউপি চেয়ারম্যানের সঙ্গে আধিপত্য নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। তারই জেরে শুক্রবার সকালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে একাধিক ককটেল বিস্ফোরণ হয়। এতে তিনজন নিহত হন। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ২০-৩০ জন।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, নিহত আক্তার মেম্বার এবং ইউপি চেয়ারম্যান সুমনের সঙ্গে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে ও রাজনৈতিক বিরোধ চলে আসছিল। বিরোধের জেরে সকালে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে আক্তার মেম্বার ও তার ছেলেসহ তিনজন নিহত হন।
এ ইউ/
Discussion about this post