বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে আওয়ামী লীগ। বুধবার (১০ জানুয়ারি) অনুষ্ঠিত এ সমাবেশের সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
সমাবেশে যোগ দিতে বিভিন্ন স্থান থেকে আসছে দলটির নেতাকর্মীরা। এরই মধ্যে মিছিল-স্লোগানে মুখরিত হয়ে উঠেছে সোহরাওয়ার্দী উদ্যান।
ঢাকার বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে আসছেন। মিছিলে জয় বাংলা স্লোগান দিচ্ছেন। মঞ্চে দলের কেন্দ্রীয় নেতারা বক্তৃতা দিচ্ছেন। দুপুর আড়াইটায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ শুরু হয়। এ ছাড়া বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসটি উপলক্ষে আওয়ামী লীগসহ অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি নিয়েছে।
এ এস/
Discussion about this post